Image description

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরাইলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় বাধা দিয়ে আটক করেছে। যার ফলে বিশ্বজুড়ে তীব্র নিন্দার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে এদিকে উল্টো ফ্লোটিলার সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডেনমার্কে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই, আমরা সবকিছু করব যাতে এই লোকেরা যত দ্রুত সম্ভব ইতালিতে ফিরতে পারে। আমি এখনও বিশ্বাস করি যে এসব কিছু ফিলিস্তিনি জনগণের কোনো উপকারে আসে না।’

এদিকে ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। বুধবার রাতে জাহাজগুলো আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়।

শ্রমিক ইউনিয়ন নেতাদের মেলোনি ব্যঙ্গ করে তিনি বলেছেন, এই ধর্মঘট আসলে শ্রমিক ইউনিয়ন নেতাদের জন্য আরামদায়ক সাপ্তাহিক ছুটির অজুহাত।

তিনি আরো বলেন, আমি অন্তত এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আশা করেছিলাম, তারা শুক্রবারে সাধারণ ধর্মঘট ডাকবে না। কারণ দীর্ঘ ছুটি আর বিপ্লব একসঙ্গে চলে না।

ইতালির বিভিন্ন শ্রমিক ইউনিয়ন দেশটির সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, সরকার যুদ্ধ থামাতে ও গাজায় অবাধ ত্রাণ প্রবেশের অনুমতির জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করছে না।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের শত মত মানবাধিকারকর্মী, রাজনীতিক ও সাংবাদিকদের বহনকারী ফ্লোটিলার ৪৫টি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরাইলি বাহিনী। তাদের মধ্যে প্রায় ৪০ জন ইতালীয় নাগরিক আছেন। এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলের আরোপিত গাজার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন।

দখলদার ইসরাইল সুমুদ ফ্লোটিলাকে আটকে দেওয়ার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ তীব্র সমালোচনা করলেও ইতালির প্রধানমন্ত্রীর এমন মন্তব্যকে ইসরাইলের পক্ষে সমর্থন বলে ইঙ্গিত দিচ্ছে ধারনা করছেন বিশ্লেষকরা।