
গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ জব্দের ঘটনার পর বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এমা ফোরো। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
বুধবার রাতে সুমুদ ফ্লোটিলায় হামলা করা হয়। ফরাসি নাগরিক ফোরো নিজেও গাজাগামী ফ্লোটিলায় স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন। তাকেও আটক করা হয়েছে। ফ্লোটিলা ও গ্রেটা থানবার্গসহ কর্মীদের আটকের পর বিশ্বের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ মিছিল করেছে।
ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলা ও স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি জাহাজ জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে আটক স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে দেশটি। ইসরাইলি অভিযানের প্রতিক্রিয়ায় ইতালি জুড়ে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।
গত মাসে ইতালিতে ফ্লোটির সমর্থনে সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হয়, দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ গ্লোবাল সুমুদ ফ্লোটিকে সমর্থন করতে সমবেত হয়, যেখানে প্রায় ৫০০ জন সংসদ সদস্য, আইনজীবী এবং গ্রেটা থানবার্গ সহ কর্মীদের বহনকারী ৪০ টিরও বেশি বেসামরিক জাহাজ রয়েছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ব্রাসেল, অ্যাথেন্স, বুয়েনস আইরেস এবং বার্লিনেও বিক্ষোভ হয়েছে।অন্যদিকে স্প্যানিশ সরকার ইসরায়েলকে কর্মীদের নিরাপত্তা এবং অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনি-পন্থী বিক্ষোভকারীরা মিলান, তুরিন এবং জেনোয়ায় বিক্ষোভ মিছিল করেছে। নেপলস এবং পিসায় বিক্ষোভকারীরা স্টেশন প্ল্যাটফর্মগুলি কিছুক্ষণের জন্য দখল করে নেয় এবং ট্রেন অবরোধ করে। হাজার হাজার মানুষ বোলোনিয়ায় ব্যানার বহন করে জড়ো হয়।