Image description
 

সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের বাড়ি থেকে ১৫টি কালো কেউটে সাপ ধরে পিটিয়ে মেরে ফেলেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) বিকালে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে চারটার দিকে লাউতা গ্রামের আব্দুল লতিফ তার বাড়ির একটি গর্তের কাছে একটি কালো কেউটে সাপ চলাচল করতে দেখেন। এ সময় স্থানীয় লোকজনকে ডেকে আনা হলে তারা গর্তটি খুঁড়ে ১৫টি কালো কেউটে সাপ উদ্ধার করেন। এরপর তারা সাপগুলো লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। এখন এলাকার মানুষের মাঝে সাপের আতঙ্ক বিরাজ করছে।

 

এ বিষয়ে তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, যেকোনো বন্যপ্রাণী হত্যা আইনে নিষিদ্ধ। সাপগুলো জীবিত থাকলে আমরা উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দিতাম।

 

পরিবেশ নিয়ে কাজ করেন স্বাধীন জীবনের পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাসিম বলেন, সাপ মানুষের শত্রু নয়, বন্ধু। সাপ আক্রান্ত না হলে কাউকে কামড়ায় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।