
গাজা সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি ‘হামলা’র জবাবে ব্যাপক নিন্দা জানানো হয়েছে। তবে সবচেয়ে কড়া পদক্ষেপ নিয়েছে কলম্বিয়া। দেশটি ইসরাইল সব কূটনীতিককে বহিষ্কার করেছে। ইসরাইলের সঙ্গে তাদের মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে। এক্সে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরাইলি পুরো কূটনৈতিক মিশনকে তার দেশ থেকে বহিষ্কারের কথা জানান। গাজা সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি ‘হামলার’ জবাবে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। উল্লেখ্য, ফ্লোটিলা মিশনের কমপক্ষে ১৩টি বোটে ইসরাইলি সেনারা হামলা চালিয়েছে বা এর ‘আরোহীদের অপহরণ’ করেছে। এর মধ্যে আছেন কলম্বিয়ার দু’জন অধিকারকর্মী। প্রেসিডেন্ট পেত্রো এক্সে লিখেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে আন্তর্জাতিক অপরাধ করেছেন। এর জবাবে অবিলম্বে ইসরাইল ও কলম্বিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল হয়ে যাবে। নেতানিয়াহু কেন বিশ্বব্যাপী একজন ক্রিমিনাল তা এবং বিশ্বজুড়ে তিনি কেন একজন কাপুরুষ তা প্রদর্শন করেছেন। তাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত। তিনি আরও জানান, তার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। এ জন্য তিনি আন্তর্জাতিক আইনজীবীদের সহায়তা চেয়েছেন।