Image description
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘গাজার জন্য যে নতুন অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠিত হবে, তাদের সঙ্গে সমন্বয় করে সব পক্ষ একটি সময়সূচিতে একমত হবে, যার মাধ্যমে ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে গাজা থেকে সরে যাবে।’

ট্রাম্পের এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে চলমান গাজা সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র যে নতুন শান্তি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, এটি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে ধারণা করা হচ্ছে।

 

সূত্র: এনডিটিভি।