Image description
 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে নতুন চুক্তি সম্পন্ন হয়েছে এবং এটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মতিও পেয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারীদের একটি দল টিকটকের মার্কিন কার্যক্রম কিনে নেবে। এতে নতুন একটি কোম্পানি গঠিত হবে যার মূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার।

 

ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশে বলা হয়েছে, নতুন উদ্যোগে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরাই নিয়ন্ত্রণে থাকবে। পরিচালনা পর্ষদের সাত আসনের মধ্যে ছয়টি থাকবে মার্কিন নাগরিকদের হাতে। অপরদিকে চীনের অংশীদারিত্ব থাকবে ২০ শতাংশের কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—টিকটকের অ্যালগরিদম—মার্কিন সংস্করণে আলাদাভাবে প্রশিক্ষিত হবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীর তথ্য দিয়ে।

ট্রাম্প জানিয়েছেন, প্রযুক্তি জায়ান্ট ওরাকল, এর বোর্ড চেয়ারম্যান ল্যারি এলিসন, ফক্স করপোরেশনের রুপার্ট মারডক এবং ডেল টেকনোলজিসের প্রধান মাইকেল ডেল এই চুক্তির বিনিয়োগকারী হিসেবে থাকবেন। এছাড়া বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান সিলভার লেকের নামও নিশ্চিত করেছেন হোয়াইট হাউস। কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগে “দেশপ্রেমিক বিনিয়োগকারী” খোঁজা হচ্ছে।

 

টিকটক বা এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এখনো চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে সেপ্টেম্বরের শুরুতে দেওয়া এক বিবৃতিতে বাইটড্যান্স শি জিনপিং ও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিল টিকটক যুক্তরাষ্ট্রে চালু রাখতে তাঁদের প্রচেষ্টার জন্য।

 

এদিকে চীনা সরকার সতর্ক সুরে জানিয়েছে, তারা প্রতিষ্ঠানের ইচ্ছাকে সম্মান করে এবং আইনগত কাঠামোর মধ্যে থেকে সমঝোতায় পৌঁছানোর পক্ষে। ধারণা করা হচ্ছে, টিকটক অ্যালগরিদম রপ্তানির জন্য বেইজিং আনুষ্ঠানিক অনুমতি দেবে।