Image description
 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব সংস্থাটির কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যারা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা জাতিসংঘ বা বৈশ্বিক ব্যবস্থার কাছ থেকে আসলে কী আশা করতে পারে? শুধু বিবৃতি আর বিবৃতি।

 

জেলেনস্কি গাজা, সিরিয়া ও ইউক্রেন যুদ্ধকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, এসব বড় সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথেষ্ট সমর্থন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন নয়, বরং অস্ত্রই পরিস্থিতি বদলে দিতে পারে। যদি কোনো দেশ শান্তি চায়, তাহলেও তাকে অস্ত্র নিয়ে কাজ করতে হয়। এটা অসুস্থ বাস্তবতা, কিন্তু এটাই সত্য। আন্তর্জাতিক আইন বা সহযোগিতা নয়, অস্ত্রই নির্ধারণ করে কে বাঁচবে। 

জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পেতে ইউক্রেন যে প্রতিবন্ধকতার মুখে পড়েছে, তাতে হতাশা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিয়েও অসন্তোষ জানিয়ে বলেন, রাশিয়ার স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা এই কাঠামোকে অকার্যকর করে তুলেছে।

তার ভাষায়, আন্তর্জাতিক আইন পুরোপুরি কাজ করে না, যদি না আপনার শক্তিশালী বন্ধু থাকে, যারা সত্যিকার অর্থে দাঁড়িয়ে সেটাকে রক্ষা করতে প্রস্তুত।