
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, এ বছর শুরুর দিকে বাণিজ্যকে ব্যবহার করে তিনি ভারত-পাকিস্তান সংঘাত থামিয়েছেন। এজন্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। কারণ তিনি ‘সাতটি যুদ্ধ বন্ধ করেছেন’। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডারস ডিনারে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বমঞ্চে আমরা এমন কিছু করছি, যার ফলে আমরা এমন এক স্তরে সম্মান পাচ্ছি যা আগে কখনও পাইনি। আমরা শান্তিচুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। তাই আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি। তিনি আরও বলেন, ভাবুন ভারত আর পাকিস্তানকে। জানেন কীভাবে (তাদের মধ্যকার যুদ্ধ) থামালাম? বাণিজ্যের মাধ্যমে।
তারা বাণিজ্য চায়। আমি দুই দেশের নেতাকেই খুব সম্মান করি। কিন্তু যখন আপনারা সব যুদ্ধের দিকে তাকাবেন যেগুলো আমরা থামিয়েছি, দেখবেন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কসোভো ও সার্বিয়া, ইসরাইল ও ইরান, মিশর ও ইথিওপিয়া, রুয়ান্ডা ও কঙ্গো- সবাইর (যুদ্ধ থামিয়েছি)। আমরা থামিয়েছি। আর এর ৬০ শতাংশ থেমেছে বাণিজ্যের কারণে। ট্রাম্প দাবি করেন, তিনি ভারতকে বলেছেন, ‘দেখো, তোমরা যদি লড়াই করো, তাহলে আমরা কোনো বাণিজ্য করব না। আর তোমাদের তো পারমাণবিক অস্ত্র আছে। তারপর তারা থেমে গেল।’ তিনি আরও বলেন, আমাকে বলা হয়েছিল, যদি আমি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারি, তাহলে আমার নোবেল পাওয়া উচিত। আমি বললাম- ‘তাহলে বাকি সাতটার কী হবে? প্রতিটা যুদ্ধ থামানোর জন্য আমার নোবেল পাওয়া উচিত।’ তারা বলল- ‘কিন্তু আপনি যদি রাশিয়া-ইউক্রেন (যুদ্ধ) থামাতে পারেন, সেটাই যথেষ্ট।’ আমি বললাম- ‘আমি সাতটা যুদ্ধ থামিয়েছি। এটা একটা যুদ্ধ, যদিও বড়।’ রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে তিনি বলেন, আমি ভেবেছিলাম এটার সমাধান সহজ হবে। কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। যদিও আমি তাকে নিয়ে হতাশ, তবুও আমার সম্পর্ক আছে। আমি ভেবেছিলাম এটা সবচেয়ে সহজ হবে। তবে যেভাবেই হোক আমরা এটা শেষ করব।