
ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুচেন্দুর জেলায় এক মুসলিম নারীকে বাসে উঠতে না দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনার পর ভিভিএস ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস পরিচালিত একটি ব্যক্তিগত বাস এবং অভিযুক্ত হিন্দুত্ববাদী কন্ডাক্টরের লাইসেন্স বাতিল করেছে তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (টিএনএসটিসি)।
বোরখা পরিহিত ওই নারী থুথুকুডি জেলার কায়ালপাটিনামে একটি বৈধ টিকিট নিয়ে যাচ্ছিলেন। অন্যান্য যাত্রীদের উঠতে দেওয়া হলেও কন্ডাক্টর তাকে বাসে উঠতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী মুসলিম নারী কন্ডাক্টরের কাছে বাসে উঠতে না দেওয়ার কারণ জানতে চাইলে, সে বাস মালিকের নির্দেশের কথা উল্লেখ করে, এমনকি মালিকের যোগাযোগের নম্বরও দেয় সে।
ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি সবার নজরে আসে এবং টিএনএসটিসি দ্রুত ব্যবস্থা নেয়। কর্পোরেশন এই বৈষম্যমূলক আচরণের নিন্দা জানায় এবং জড়িত বাস কোম্পানি ও কন্ডাক্টর উভয়ের লাইসেন্স বাতিল করে।
এই ঘটনাটি গণপরিবহনে অন্তর্ভুক্তির বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ বৈষম্যহীন নীতি কঠোরভাবে মেনে চলার ওপর জোর দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পরিচালিত ব্যক্তিগত পরিবহন পরিষেবাগুলির জবাবদিহিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। সূত্রঃ মুসলিম মিরর