
সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমাদ আল শারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সংঘাতের দিকে টেনে আনা এবং দেশটির ভূখণ্ড বিভক্ত করার চেষ্টার অভিযোগ এনেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সিরিয়ার ঐক্য এবং সুওয়াইদার অখণ্ডতা অক্ষুণ্ন থাকবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেওয়া বক্তব্যে শারা বলেন, সিরিয়া অবিভাজ্য। দক্ষিণের প্রদেশ সুওয়াইদাকে তিনি দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন।
অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) সমালোচনা করেন। যুক্তি দিয়ে বলেন, এই গোষ্ঠীটি সকল কুর্দি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না এবং জোর দিয়ে বলেন, উত্তর-পূর্ব সিরিয়ার স্বার্থ দামেস্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সুওয়াইদায় দ্রুজ এবং বেদুইন গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে প্রায় ৩০০ জন নিহত হয়েছে, যা দেশের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে এই মন্তব্য করেছেন আল শারা।
এদিকে, সুওয়াইদা এবং দামেস্ককে লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, যা উত্তেজনা বৃদ্ধির উদ্বেগ বাড়াচ্ছে এবং এক দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতের প্রভাবকে আরও জটিল করে তুলছে।
বিশ্লেষকরা বলছেন, শারার মন্তব্য অভ্যন্তরীণ অস্থিরতা এবং বাইরের সামরিক চাপ উভয় ক্ষেত্রেই সিরিয়ার ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন। তারা সতর্ক করে বলেন, এটি রাজনৈতিক সমঝোতার প্রচেষ্টাকে আরও দুর্বল করার ঝুঁকি তৈরি করেছে।
পর্যবেক্ষকরা আরও বলেন, পরিস্থিতি সিরিয়ার ভঙ্গুরতাকে তুলে ধরেছে, যেখানে অভ্যন্তরীণ বিভাজন এবং বিদেশী হস্তক্ষেপ অস্থিরতাকে দীর্ঘায়িত করার এবং একটি স্থায়ী সমাধানের যেকোনো সম্ভাবনাকে বিলম্বিত করার হুমকি দিচ্ছে।