Image description

শুক্রবার মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস হিগিন্স এবং যুক্তরাজ্যের ফ্রিগেট এইচএমএস রিচমন্ড তাইওয়ান প্রণালী অতিক্রম করার পর চীন কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

 

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পূর্ব থিয়েটার কমান্ড এই ঘটনাকে ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে।

 

থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শি ই এক বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এই যৌথ সামরিক পদক্ষেপ তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করেছে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল বার্তা দিয়েছে।

 

শি ই আরও জানান, এই দুই যুদ্ধজাহাজের ট্রানজিটের পুরো সময়জুড়ে পিএলএ'র পূর্ব থিয়েটার কমান্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। এ সময় চীনা নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হয়েছিলো, যা দ্রুত এবং কার্যকরভাবে প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত ছিলো।

 

মুখপাত্র শি বলেন, "থিয়েটার কমান্ডের বাহিনী সর্বদা উচ্চ সতর্কতায় রয়েছে, দৃঢ়ভাবে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করছে।" এই ঘটনা তাইওয়ান প্রণালীর কৌশলগত গুরুত্ব এবং এই অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনাকে আবারও সামনে এনেছে।