Image description
 

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান চীনের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক চুক্তিগুলো বাস্তবায়নে বহুমুখী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, বেইজিং সফরে অনুষ্ঠিত গঠনমূলক আলোচনার বাস্তব রূপ দিতে এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চীনের রাজধানী বেইজিংয়ে প্রবাসী ইরানিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, আলোচনাগুলো ফলপ্রসূ ও অগ্রগতিমুখী হয়েছে।

তিনি বলেন, “আমরা বেশ কিছু ভালো সমঝোতা ও চুক্তিতে পৌঁছেছি; এখন মূল চ্যালেঞ্জ হলো এগুলোকে বাস্তবে রূপ দেওয়া।” এ ক্ষেত্রে বৈজ্ঞানিক, শিল্প, বাণিজ্যিকসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের ভূমিকার ওপর তিনি জোর দেন।

 

পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, প্রতিবেশী ও মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ইরান এখন অধিকতর সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে।

 

তিনি বলেন, “ইরান ও চীন—দুটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সভ্যতার উত্তরাধিকারী দেশ। আমাদের উচিত নয় নবীন রাষ্ট্রগুলোর পেছনে পড়ে থাকা। বরং ইতিহাস, বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার শক্তি কাজে লাগিয়ে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের জাতিকে সমৃদ্ধ করা সম্ভব।”

আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মেলাতে না পারলে উন্নয়নের সুযোগ সীমিত হয়ে যাবে। প্রবাসী ইরানিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী অর্জনের সঙ্গে পরিচিত হতে হবে, যাতে তাঁদের দৃষ্টিভঙ্গি ইরানের উন্নয়নে সমৃদ্ধ অবদান রাখতে পারে।

আঞ্চলিক ইস্যুতে মন্তব্য করতে গিয়ে পেজেশকিয়ান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের দেওয়া আধুনিক অস্ত্র ও প্রযুক্তিগত সহায়তার কারণেই ইসরায়েল এ ধরনের অপরাধ চালিয়ে যেতে পারছে।