Image description

পেশোয়ারের উপকণ্ঠে একটি বড় অভিযানে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মরত কর্মকর্তা মেজর দিল বাহার সিংকে গ্রেপ্তার করেছে পাকিস্তানি নিরাপত্তা সংস্থা।



গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, মেজর দিল বাহার সিং 'দাউদ শাহ' নামে একটি মসজিদের ইমাম হিসেবে সক্রিয় ছিলেন এবং পাকিস্তানে গুপ্তচরবৃত্তি ও নাশকতার একটি নেটওয়ার্কের অংশ ছিলেন।



সূত্র জানায়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো কয়েক সপ্তাহ ধরে অত্যন্ত নিবিড় নজরদারি চালায় এবং ফজরের নামাজের সময় একটি গোপন অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করে।



প্রাথমিক তদন্তে জানা গেছে, মেজর দিল বাহার সিং পাকিস্তানে সংবেদনশীল সামরিক ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পাশাপাশি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছিলেন।



উল্লেখ্য, পাকিস্তান এর আগেও বেশ কয়েকজন ভারতীয় এজেন্টকে গ্রেপ্তার করেছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো কুলভূষণ যাদব, যাকে ২০১৬ সালের মার্চ মাসে বেলুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয়। সূত্র: ডেইলি আওসাফ