Image description
 

বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে তৃতীয় রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থেকে আপাতত সরে দাঁড়িয়েছেন। 'আমেরিকা পার্টি' নামে একটি নতুন দল গঠনের ঘোষণা দিলেও, বাস্তবে সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি।

 

বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, মাস্ক এখন তার কোম্পানিগুলোর ওপরেই বেশি মনোযোগ দিতে চাইছেন এবং রিপাবলিকান দলের প্রভাবশালী নেতাদের সাথে সম্পর্ক অটুট রাখতে আগ্রহী।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মাস্ক শুরুতে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দল ডেমোক্র্যাট ও রিপাবলিকানকে চ্যালেঞ্জ জানিয়ে নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তবে বর্তমানে তিনি মনে করছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা রিপাবলিকানদের মধ্যে বিভক্তি তৈরি করতে পারে, বিশেষ করে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে।

উল্লেখ্য, ভ্যান্স হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের একজন শীর্ষ মুখ। মাস্ক স্বীকার করেছেন, নতুন রাজনৈতিক দল গঠন করলে তার সঙ্গে ভ্যান্সের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প এবং রিপাবলিকানদের পক্ষে মাস্ক প্রায় ৩০ কোটি ডলার ব্যয় করেছেন। এমনকি ভবিষ্যতে, যদি জেডি ভ্যান্স ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন, তবে তাকেও আর্থিক সহায়তা দেওয়ার চিন্তা করছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাস্কের এই সিদ্ধান্ত রিপাবলিকানদের জন্য স্বস্তির, কারণ তারা ভয় পাচ্ছিলেন যে, একটি তৃতীয় দল যুদ্ধক্ষেত্রের রাজ্যগুলোতে ভোট বিভাজন তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অনেক তৃতীয় পক্ষ কিংবা স্বতন্ত্র প্রার্থী দুটি বড় দলের আধিপত্য ভাঙার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। ইলন মাস্কের উদ্যোগও আপাতত সেই তালিকায় যোগ হলো।