Image description
 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ঘোষণা করেছেন যে তিনি উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে প্রলুব্ধ করার জন্য তিন ধাপের ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ পরিকল্পনা’ গ্রহণ করবেন। প্রথম ধাপে তিনি পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করার চেষ্টা করবেন।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় ধাপে লি বলেছেন যে তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি হ্রাস এবং ধ্বংসের জন্য পদক্ষেপ নেবেন। 

ইয়োনহাপ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ইয়োমিউরি শিমবুনকে এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন।