
দায়িত্ব নিয়ে প্রথম দিনই সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি যান সাম্প্রতিক সময়ের আলোচিত এই স্পটে।
প্রশাসনের অন্য কর্মকর্তাদের নিয়ে তিনি সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে কয়েকটি ক্র্যাশার মিলে গিয়ে উষ্মা প্রকাশ করেন। দেখেন, ওপরে এলসি করে আনা পাথর, আর নিচে সাদা পাথর।
স্থানীয় এক জনপ্রতিনিধিকে ডেকে পাঠান ডিসি সারওয়ার। তাকেও জিজ্ঞাসা করেন পাথর কার।
সন্তোষজনক জবাব না পেয়ে ডিসি বলেন, ‘এখান থেকে কেউ পাথর সরানোর চেষ্টা করলে জীবন ঝালাপালা করে দেবো। যে ট্রাকে নেয়া হবে, ট্রাক জব্দ করবো। সেটা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন’।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এলসি করা পাথরের আড়ালে সাদা পাথর সরানো পরিকল্পিত ঘটনা। এগুলো বন্ধে কোনো ছাড় দেবেন না তিনি।
এরআগে সকালে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, আমাকে আগে যেমন দেখেছেন তেমনই রয়েছি এবং এমনই থাকব। সকল বিষয় নিয়েই কাজ করবো। কিন্তু আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যের দিকে বেশি জোর দেব। সিলেট হলো প্রকৃতি কন্যা। এই জেলা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। সিলেটের টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশ ঠিক রেখেই এই জেলায় উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করবো।