Image description

গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা ইতোমধ্যে মেনে নিয়েছে হামাস। তবে ইসরায়েল এ বিষয়ে শুক্রবারের মধ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের অবস্থান জানাবে। এদিকে, অব্যাহত যুদ্ধ ইতোমধ্যে ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়, ইসরায়েলের ভেতরে ব্যাপক বিক্ষোভের মধ্যেই এই নতুন উদ্যোগ সামনে এসেছে।

বিক্ষোভকারীরা অবশিষ্ট ২০ জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্ত করার দাবি জানাচ্ছে। জানা গেছে, হামাস তাদের কিছু শর্ত শিথিল করেছে—বিশেষ করে বন্দি বিনিময় ও ইসরায়েলি দাবি করা নিরাপত্তা বাফার জোন নিয়ে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রায় অর্ধেক জীবিত বন্দি ও কিছু মৃতদেহ ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েল ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে, যাদের মধ্যে অনেকে যাবজ্জীবন সাজা ভোগ করছে।

পুরো প্রক্রিয়াটি ৬০ দিনের এক যুদ্ধবিরতির অধীনে কার্যকর হতে পারে।

যদিও ইসরায়েল আগেই আংশিক চুক্তিতে আগ্রহী নয় বলে জানিয়েছিল এবং গাজা সিটি দখলের জন্য নতুন বৃহৎ আক্রমণের হুমকি দিয়েছিল, তবুও নতুন প্রস্তাবিত পরিকল্পনার কাঠামো ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের পুরনো প্রস্তাবের কাছাকাছি পৌঁছে গেছে।

এদিকে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনেয়া সম্প্রতি কাতার সফর করেছেন, যা ইঙ্গিত দেয় যে আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও আলোচনার অগ্রগতি চলছে।