
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের হওয়া বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর মহিলা কারাগারে বন্দি থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নিউরোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে চিকিৎসা শেষে তাকে আবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে ফিরিয়ে আনা হয়। এ সময় ডা. দীপু মনিকে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালীন নাহার। তিনি বলেন, “জেল হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ডা. দীপু মনিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।”
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বেশ কয়েকবার রিমান্ডেও নেওয়া হয়। তখন থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।
শীর্ষনিউজ