Image description

বাংলাদেশের নতুন রাজনৈতিক অভ্যুত্থানের ধারাবাহিকতায় রাজপথে যেমন ছাত্রীরাও সম্মুখ সারিতে ছিলেন, তেমনি নেতৃত্ব তৈরির আতুঘর ডাকসুতেও এবারে সরব তাদের পদচারণা। ভিপি-জিএস থেকে শুরু করে বিভিন্ন সম্পাদকীয় পদে লড়াইয়ে নামছেন একঝাঁক নতুন ও চেনা মুখ।

সাধারণ শিক্ষার্থী প্যানেল থেকে ভিপি পদে মনোনয়ন তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা। বাম সংগঠন সমর্থিত প্যানেল থেকে ভিপির লড়াইয়ে আছেন তাসনিম আফরোজ ইমি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে গবেষণা ও প্রকাশ সম্পাদক পদে দাঁড়িয়েছেন সানজিদা আহমেদ তন্বী। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরেফা খাতুন। অন্যদিকে শিবির সমর্থিত প্যানেলের হয়ে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন ফাতিমা তাসনিম জুমা।

নারী প্রার্থীরা জানিয়েছেন, নির্বাচনে বিজয়ী হলে তারা ছাত্রীদের আবাসন, স্যানিটেশন ও নিরাপত্তা বিষয়ক সমস্যাগুলোতে অগ্রাধিকার দেবেন।

ডাকসু সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল পর্যন্ত প্রায় পৌনে ছয়শো মনোনয়নপত্র জমা পড়েছে। তবে এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ছাত্রীদের অনেকে।

নারী প্রার্থীদের অভিযোগ, উৎসাহের বদলে তাদের নিয়ে চলছে সাইবার বুলিং। তবুও সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনি বৈতরণী পার হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।