Image description

ফিলিস্তিনের গাজায় গিয়ে শিশুদের রক্ষার জন্য পোপ লিও’র প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। তিনি বলেন, ‘দয়া করে গাজায় যান এবং দেরি হওয়ার আগেই আলো ছড়িয়ে দিন শিশুদের মাঝে।’ 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান পপ তারকা। তার ছেলে রকো’র জন্মদিন উপলক্ষে ম্যাডোনা বলেন, ‘একজন মা হিসেবে তাদের যন্ত্রণা দেখতে পারি না। পৃথিবীর সব শিশু আমাদের সবার সন্তান।’

ইনস্টাগ্রামে দেয়া ওই পোস্টে পোপকে গাজা সফরে যাওয়ার অনুরোধ করেন মার্কিন এই সঙ্গীতশিল্পী। আরও দেরি হওয়ার আগেই যেন গাজায় যান তিনি এবং উপত্যকার শিশুদের কাছে আলো পৌঁছে দেন তার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনি আমাদের মধ্যে একমাত্র যিনি গাজায় প্রবেশ করতে বাধা পাবেন না।’ 

 

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন ম্যাডোনা। এর আগে, একাধিকবার মঞ্চে আবেগঘন মন্তব্য করতেও শোনা যায় তাকে। 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। দখলদারদের নিষ্ঠুরতায় প্রায় ৬১,৫০০ জনের মৃত্যু হয়েছে। এই সামরিক অভিযান গাজার অবস্থা বিধ্বস্ত করেছে এবং সেখানে অভূতপূর্ব খাদ্য সংকট সৃষ্টি করেছে।