Image description

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।  উলটো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করাই জরুরি মনে করে ওয়াশিংটন। 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক বৈঠকে এমনটাই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর তাস’র। 

দক্ষিণ লন্ডনে ল্যামির ব্যক্তিগত বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে জেডি ভ্যান্স বলেন, ‘আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমার তো বুঝতেই কষ্ট হয়, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া বলতে আদৌ কী বোঝায়! কারণ সেখানে কার্যকর কোনো সরকারই নেই।’

যুক্তরাজ্যের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ভ্যান্স বলেন, ‘এটা এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। স্বাভাবিকভাবেই, যুক্তরাজ্য তার নিজের সিদ্ধান্ত নেবে। তবে প্রেসিডেন্ট (ট্রাম্প) যা পরিষ্কার করে বলেছেন, ইসরাইল ও গাজার বর্তমান পরিস্থিতিতে আমাদের দুটি স্পষ্ট লক্ষ্য রয়েছে— প্রথমত, আমরা নিশ্চিত করতে চাই যে, হামাস যেন আর কখনো নিরীহ ইসরাইলি নাগরিকদের ওপর হামলা চালাতে না পারে, যা হামাসকে সম্পূর্ণ ধ্বংসের মধ্য দিয়েই তা সম্ভব বলে আমরা মনে করি।  দ্বিতীয়ত, প্রেসিডেন্ট গাজায় ভয়াবহ মানবিক সংকটের চিত্র দেখে গভীরভাবে বিচলিত হয়েছেন। তাই আমরা চাইএই মানবিক সমস্যা সমাধান হোক।’

এর আগে গত ২৯ জুলাই যুক্তরাজ্য ঘোষণা দেয়, ইসরাইল যদি গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেয় ও সেখানে তার সামরিক অভিযান বন্ধ না করে তবে তারা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। 

তার আগে গত ২৪ জুলাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ঘোষণা দেন, প্যারিস একই অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা।  এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। 

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ।