
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার মতো পরিবেশ পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।তবে রাশিয়া মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে পারে বলে জানিয়েছেন তিনি।
জেলেনস্কি ইতিমধ্যেই মস্কোরসঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছেন। সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন তিনি। কিন্তু পুতিন জানিয়েছেন, এখনো সেই সময় আসেনি। জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, যে কোনো সময় পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে তার। রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হতে পারে। ট্রাম্পের বক্তব্য, পুতিনের সঙ্গে তার বৈঠক জরুরি। সেখানে জেলেনস্কির উপস্থিতি তত গুরুত্বপূর্ণ নয়। তিনি না থাকলেও বৈঠকের সূচি বদলাবে না।
এদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার ক্রাসনোদারে একটি তেল শোধনাগারে তারা ড্রোন হামলা চালিয়েছে। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে।