Image description
 

ভারতের মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শত শত শ্রমিককে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী সন্দেহে আটকের সমালোচনা করেছেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে তার পৈতৃক বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে এ বিষয়ে কথা বলেন তিনি।

 

অমর্ত্য সেন বলেন, ‘এই বিষয়টি শুধু বাংলার সাথে সম্পর্কিত নয়। ভারত একটি গণতান্ত্রিক দেশ। দেশের এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে হেনস্তার শিকার হলে, তা গ্রহণযোগ্য নয়। আমরা অবশ্যই তার প্রতিবাদ করবো।’

 

তার মতে, যারা ভারতীয়, তাদের পুরো ভারতবর্ষের ওপর অধিকার আছে। এটা শুধু একটা আঞ্চলিক অধিকার, তা নয় ।

  

অন্যরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও বাংলা ভাষার ওপর আক্রমণ নেমে এসেছে সে বিষয়ে তিনি বলেন, ‘হেনস্তার শিকার সে বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মাড়োয়ারি হোন, আমাদের আপত্তি করার কারণ থাকবে।’ তার মতে, সব মানুষকে সম্মান দেওয়া উচিত ।

তিনি বলেন, ‘বাংলা ভাষার একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের মতো মহাপুরুষরা এই ভাষায় আমাদের অমূল্য উপহার দিয়েছেন। ভাষার ঐতিহ্যকে উপেক্ষা করা যায় না।’

 

ভাষা যখন অবেহেলার শিকার হয় তখন তা অবশ্যই বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভারতীয় জনতা পার্টি ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক কারণে বাংলাভাষী লোকদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করছে।

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শত শত শ্রমিককে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী সন্দেহে আটক করছে পুলিশ। ঘটছে বাংলাদেশে পুশইনের ঘটনা।