Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ছবিগুলো স্থানীয় সময় শুক্রবারের (১ আগস্ট) বলে জানা যায়। ছবিতে দেখা যায় লন্ডনের শহরের উত্তরে একটি বাসস্টপে অপেক্ষমাণ তারেক রহমান। হাতে মোবাইল, পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট, আর পায়ে সাধারণ একজোড়া স্নিকার্স।

অন্য ছবিতে দেখা যায়, একটি লাল ডাবল-ডেকার বাসে সবার সঙ্গে তিনি বাসটিতে চড়েছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে ছবিগুলো শেয়ার করে লেখা হয়, ‘আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন। যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।’

মোহাম্মদ শামসুদ্দিন নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘তারুণ্যের অহংকার তারেক রহমান, বাংলাদেশের প্রাণ’।

মোশারফ নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘তরুণ যুবকের আইডল’।

বিএনপির মিডিয়া সেলে ছবিগুলো পোস্টের ৮ ঘণ্টায় ৩৮ হাজার প্রতিক্রিয়া পড়েছে। পোস্টটিতে ৪ হাজার ৩শর বেশি ব্যবহারকারী মন্তব্য করেছেন ও ৫ হাজার ৭শর বেশি শেয়ার হয়েছে।