
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সানি সরকার। শুক্রবার (১ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগপত্রে সানি সরকার বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি সানি সরকার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য পদ থেকে পদত্যাগ করলাম।’
তিনি অভিযোগ করেন, সংগঠনটি লেজুড়বৃত্তিমুক্ত থাকার যে দাবি করে, বাস্তবে তা একেবারেই ভিন্ন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জুলাইয়ের এই অন্তিম ত্যাগ ও অভ্যুত্থানের উপর দাঁড়ানো এই সংগঠনটি যে লক্ষ্য ও উদ্দেশ্যে গঠিত হয়েছিলো, বাস্তবে আসলে তার তেমন কিছুই নয়। এখানেও জাতীয় ৪ খলিফাদের হস্তক্ষেপ, যাদের কথানুযায়ী আমাদের সংগঠনের সকল কিছুই পরিচালিত হয়। অথচ আমরা নাকি লেজুড়হীন একটা সংগঠন!’
তিনি আরও দাবি করেন, বাগছাস একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যবহার হচ্ছে। ‘আমরা যেই লেজুড়বৃত্তির বিরুদ্ধে কথা বলতে এসেছিলাম, এখন নিজেরাই লেজুড় টানছি। সংগঠনের পরিবেশকে ভাই-ব্রাদার কেন্দ্রিক” আখ্যা দিয়ে তিনি লেখেন, “মাত্র কয়েক মাস বয়সী এই সংগঠনে কর্মীর চেয়ে কোরামই বেশি। রাজনীতি নয়, এখানে চলছে অন্য এক লীলা। এ ধরনের আনসফট পরিবেশে আমি আর থাকতে চাই না।’
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি ‘দলীয় লেজুড়বৃত্তির বাইরে স্বতন্ত্র ছাত্ররাজনীতির’ অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।