Image description

ভারতে অনলাইনে গেম খেলার জন্য টাকা চেয়ে না পাওয়ায় তার সৎমাকে হত্যা করেছেন ইমরান খুসরো (৩২) নামের এক যুবক। এ ঘটনায় সোমবার ওই যুবককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের।

নিহত আরশিয়া খুসরো (৬১) ভাসাই পশ্চিমের ভাবোলা নাকা এলাকায় বসবাস করতেন।

তিনি ছিলেন আমির খুসরোর (৬৪) স্ত্রী। আমির খুসরো ভাসাই পূর্বের গোখিওয়ারে তার প্রথম স্ত্রী ও ছেলে ইমরান খুসরোর সঙ্গে থাকেন।

সেখানকার স্থানীয় অপরাধ দমন শাখা জানিয়েছে, আরশিয়া ও আমির একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ব্যবসা পরিচালনা করতেন। আর অভিযুক্ত ইমরান ছিলেন অনলাইন গেমে আসক্ত।

গেম খেলতে ইমরানের প্রয়োজন ছিল ১.৮ লাখ রুপি। এ জন্য তিনি তার সৎমায়ের কাছে টাকা চান, কিন্তু তিনি রাজি না হওয়ায় রবিবার রাতে ইমরান তার বাড়িতে যান এবং তাকে ধাক্কা দিয়ে বেসিনে আঘাত করেন। আঘাতে মাথায় চোট পেয়ে ঘটনাস্থলেই আরশিয়া মারা যান।

পুলিশ জানায়, তার মৃত্যুর পর ইমরান তার বাবাকে পুরো ঘটনা খুলে বলেন এবং দুজনে মিলে ঘটনা গোপন করার চেষ্টা করেন।

এক চিকিৎসকের কাছ থেকে ‘স্বাভাবিক মৃত্যু’ দেখিয়ে দ্রুত একটি মৃত্যু সনদ জোগাড় করেন এবং ধর্মীয় নিয়মে রবিবারই তার কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানায় পুলিশ।