Image description

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় ধাপে শুল্ক নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এ আলোচনা শুরু হচ্ছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

তিন দিনব্যাপী এ আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এখন ওয়াশিংটন ডিসিতে আছেন।

আগের দুই ধাপের আলোচনায় এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে বাংলাদেশ এই ধাপে ইতিবাচক ফলাফল আশা করছে বলে জানিয়েছে প্রেস উইং।