Image description

‘অনেক রাজনৈতিক দল মুখে সংস্কারের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদ লালন করছে’—এ মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর।

মঙ্গলবার (২৯ জুলাই) কবি নজরুল সরকারি কলেজে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কলেজ ছাত্র অধিকার পরিষদের আয়োজন করা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

নূরুল হক নূর জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন দাবি জানিয়ে বলেন, ছাত্র সংসদ না থাকলে রাজনীতি পেশিশক্তির হাতে চলে যাবে।

 

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কমিশনগুলো স্বাধীনভাবে পরিচালনা করতে হবে। নইলে প্রশাসনে দুর্নীতি কখনও কমবে না। সরকারি চাকরিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

 

বর্তমান সরকারের প্রধানের বিশ্বব্যাপী খ্যাতি থাকলেও গত এক বছরে দেশে কোনো বাস্তব পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

 

আলোচনা সভায় বক্তারা শহীদ আবু সাঈদসহ সব শহীদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এবং শহীদ পরিবার থেকে দ্রুত বিচারের দাবি জানান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান। উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রমুখ।