
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে তৃতীয় দফায় আলোচনায় বসছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হচ্ছে এই সংলাপ।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তাঁরা তিন দিনের এই আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে ওয়াশিংটন পৌঁছেছেন।
পূর্ববর্তী আলোচনাগুলোর অগ্রগতির ভিত্তিতে বাংলাদেশ এবারকার বৈঠক থেকে ইতিবাচক ফল প্রত্যাশা করছে।
তিন দিনের আলোচনায় শ্রম অধিকার, রপ্তানি সুবিধা, বিনিয়োগ পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।