Image description

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) বিটকয়েন আবারও রেকর্ড গড়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ দামে পৌঁছেছে। এই উত্থানের প্রভাবে পুরো বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারেও নতুন ইতিবাচক চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) গ্রিনিচ মান সময় (GMT) বিকেল ৬টার দিকে বিটকয়েনের দাম দাঁড়ায় ১১৩,৮২২($) ডলার, যা এর ইতিহাসের সর্বোচ্চ মূল্য। এর আগে বুধবার বিকেলে এটি সংক্ষিপ্ত সময়ের জন্য ১১২,০০০($) ডলার অতিক্রম করেছিল, তবে পরে কিছুটা দাম কমে যায়। বৃহস্পতিবারের এই মূল্যবৃদ্ধি প্রায় ৪ শতাংশের বেশি। বাজার বিশ্লেষকদের মতে, বিটকয়েনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা এবং বিশ্বব্যাপী ক্রিপ্টো গ্রহণযোগ্যতা বৃদ্ধির ফলে এই দামের উত্থান ঘটেছে।

 

বিটকয়েনের এই নতুন রেকর্ডের পাশাপাশি গোটা বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারও প্রায় ৩ শতাংশ বেড়ে ৩.৫ ($) ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বিশ্লেষক সংস্থা কয়েনমার্কেটক্যাপ (Coinmarketcap)-এর তথ্য অনুযায়ী, এই বৃদ্ধি মূলত বিটকয়েনের দামের প্রভাবেই ঘটেছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিটকয়েনের মূল্য প্রায় ২২ শতাংশ বেড়েছে, যা এ বছরের অন্যতম বড় বিনিয়োগ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এদিকে শুধু বিটকয়েন নয়, দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামও দাম বাড়িয়েছে। বর্তমানে ইথেরিয়ামের মূল্য দাঁড়িয়েছে ২,৭৯৮ ($) ডলার, যা গত ২৪ ঘণ্টায় ৫ শতাংশের বেশি বৃদ্ধি। এতে বোঝা যাচ্ছে, শুধু বিটকয়েন নয় বরং পুরো ক্রিপ্টো মার্কেটেই একটি ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

 

বিটকয়েনের এই অভূতপূর্ব উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদের জন্ম দিয়েছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, ক্রিপ্টোকারেন্সির বাজার অত্যন্ত অস্থির এবং ঝুঁকিপূর্ণ। তাই বিনিয়োগের আগে প্রয়োজন যথাযথ জ্ঞান ও সতর্কতা। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি