Image description
 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী দিন কারা ক্ষমতায় যাবে তা পাগলও বোঝে। তিনি আরও বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না।

শুক্রবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ২০১১ সালে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে জয়নুল আবেদীন ফারুকসহ বিএনপির জনপ্রতিনিধিদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিতে তিনি এসব কথা বলেন।

এসময় শামসুজ্জামান দুদু আরও বলেন, ‌‘যে দিন জয়নুল আবদীন ফারুকের ওপর হামলা হয়েছিল সেদিন থেকেই হাসিনার পতন শুরু হয়ে গিয়েছিল। জনগণের মাইর কেমন সেটা শেখ পরিবার খুবই ভালো করে জানে।’