Image description

মুসলিমদের সবচেয়ে পবিত্র জায়গা মক্কা ও মদিনা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে আনা প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলোকেও এসব আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির আওতায় নিয়ে এসেছে, যেন আঞ্চলিক যেকোনো হামলা প্রতিরোধ করা সম্ভব হয়।

 

 

 

এই প্যাট্রিয়ট সিস্টেমগুলো সারা বছর কার্যকরভাবে চালু থাকে। শুধু হজ মৌসুমেই নয়, বরং বছরের প্রতিটি দিনই মক্কা, মদিনা, রিয়াদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের আকাশপথ রক্ষায় নিয়োজিত থাকে।

 

সৌদি বার্তা সংস্থা এসপিএর বরাতে ইসলামিক ইনফরমেশন জানায়, ২০১৫ সাল থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার লক্ষ্য হয়ে আসছে সৌদি আরব। এই হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের রেথিয়ন কোম্পানি নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আকাশসীমা রক্ষার একটি মূলস্তম্ভে পরিণত হয়েছে।

 

এই প্যাট্রিয়ট সিস্টেমগুলো সারাবছর কার্যকরভাবে চালু থাকে। শুধু হজ মৌসুমে নয়, বরং বছরের প্রতিটি দিনই মক্কা, মদিনা ও রিয়াদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের আকাশপথ রক্ষায় নিয়োজিত থাকে।

 

আরও জানা যায়, প্যাট্রিয়ট সিস্টেমে রয়েছে উন্নত রাডার ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা একসঙ্গে একাধিক লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। সৌদি আরব এই সিস্টেমে দুটি ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, PAC-2 GEM-T, যা উড়োজাহাজে বা ক্রুজ ক্ষেপণাস্ত্রে বিস্ফোরণ ঘটিয়ে টুকরো করে ফেলার জন্য ব্লাস্ট-ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড ব্যবহার করে।

 

PAC-3, এই ক্ষেপণাস্ত্র হিট-টু-কিল প্রযুক্তির মাধ্যমে উচ্চ নির্ভুলতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে, ৪০ কিলোমিটার উচ্চতায়ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

 

২০১৬ সালে মক্কার কাছে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে প্যাট্রিয়ট সিস্টেমের কার্যকারিতা বিশ্ববাসীর নজরে আসে। প্যাট্রিয়টের পাশাপাশি সৌদি আরব বর্তমানে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম সংযুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে। এই সিস্টেমটি প্যাট্রিয়টের চেয়েও বেশি উচ্চতা ও দূরত্বে ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম।

 

২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত মক্কা ও মদিনায় THAAD এখনও পুরোপুরি কার্যকর হয়নি, তবে এটি ভবিষ্যতে সৌদি আরবের বহুপদক্ষেপবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় ও বিস্তৃত করবে।

 

প্যাট্রিয়ট সিস্টেম হজ মৌসুমে বেশি আলোচনায় এলেও, এটি শুধুমাত্র হজের সময়ের জন্য সীমাবদ্ধ নয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সারা বছর এই সিস্টেমগুলো কৌশলগতভাবে স্থাপন করে রাখে, যাতে যেকোনো সময় শত্রুর হুমকির মোকাবেলা সম্ভব হয়।

 

প্রতিটি প্যাট্রিয়ট রাডার একসঙ্গে ১০০টির বেশি লক্ষ্য শনাক্ত করতে পারে, প্রায় ১০০ কিমি দূর থেকে। ফলে বহু হুমকি একসঙ্গে আসলেও তাৎক্ষণিক প্রতিরোধ সম্ভব। এই সিস্টেমের মোবিলিটি বা চলনক্ষমতা রয়েছে, অর্থাৎ হুমকির ধরন বদলালে দ্রুত স্থান পরিবর্তন করে প্রতিরক্ষায় নিয়োজিত করা যায়।