Image description
 

ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি একে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে জানানো হয়, বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলি হামলার ঘটনায় পিয়ংইয়াং গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই হামলার ঘোরতর নিন্দা জানাচ্ছে।

মুখপাত্র বলেছেন, ইসরায়েলি হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়া এক অপরাধ, যা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এটি রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ, যা পুরো অঞ্চলকে এক নতুন সর্বাত্মক যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে।

এ সময় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে এই সংঘাতে আরও জড়াতে সতর্ক করে দেয়।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিশ্ব আজ যা দেখছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য এক ক্যানসারসদৃশ উপাদান। এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের মূল অপরাধী।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় স্পষ্টভাবে লক্ষ্য করছে, কীভাবে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা যুদ্ধের আগুনে ঘি ঢালছে। অথচ একটি সার্বভৌম রাষ্ট্র ও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা ইরানকেই তারা প্রশ্নবিদ্ধ করছে।

উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কার্যকলাপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক নিয়ন্ত্রণহীন ও ধ্বংসাত্মক পর্বে ঠেলে দিচ্ছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ দাবি প্রত্যাখ্যান করে পাল্টা হুঁশিয়ারি  দিয়ে বলেছিলেন, মার্কিন হস্তক্ষেপ হলে ‘অপূরণীয় ক্ষতি’ হবে।