Image description
 

ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে গাজায় গত মধ্যরাত থেকে এখন পর্যন্ত অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২ জন গাজা সিটির একটি আশ্রয়কেন্দ্রে হামলায় প্রাণ হারান, যাদের মধ্যে শিশুদেরও অন্তর্ভুক্ত রয়েছে।

কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা ইসরায়েলকে নতুন করে গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে হুঁশিয়ার করেছেন যে, তা না হলে তারা “কঠোর পদক্ষেপ” গ্রহণ করবেন। একইসঙ্গে ২২টি দেশ গাজায় মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে।

তবে এসব আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং এতে পুরো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।