Image description

চাঁদার জন্য বাজারে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার সকালে শিবপুরে জয়নগর ইউনিয়নের কামরাব বাজারে এ ঘটনা ঘটে। বিএনপি নেতা ও বাজার কমিটির সভাপতি জজ মিয়া তাঁর লোক দিয়ে এই মাইকিং করান বলে অভিযোগ রয়েছে।

মাইকিং করার সময় বলা হয়, ‘আগামীকাল বাজারের সব দোকানদারদের কাছ থেকে এ বছরের ইজারার টাকা নেওয়া হবে। সবাইকে টাকা জোগাড় করে রাখার জন্য বাজার কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হইল।’ এভাবে মাইকিং করে টাকা চাওয়া দোকানিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে জজ মিয়া বলেন, ‘আমি নিয়মতান্ত্রিকভাবে বাজার ইজারা এনেছি। অস্থায়ী দোকানদারদের কাছ থেকে খাজনা নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। স্থায়ী দোকানদারদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কোনো মাইকিং করা হয়নি।’

স্থায়ী দোকানি আসাদ মিয়া জানান, ৫ বছর ধরে এই বাজারে ব্যবসা করছেন তিনি। এ পর্যন্ত ইজারা বাবদ কোনো টাকা দিতে হয়নি। পাহারা বাবদ ৩০০ করে টাকা দিয়েছেন। এবারই প্রথম সব দোকানির কাছ থেকে ইজারার টাকা নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

আরও কয়েক ব্যবসায়ী অভিযোগ করেন, জজ মিয়া তাঁর লোকজন দিয়ে আগের চেয়ে কয়েকগুণ বাড়িয়ে অস্থায়ী দোকানিদের কাছ থেকে খাজনা নিচ্ছেন। কম দিতে চাইলেই তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। স্থায়ী দোকানদারদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য নিয়মিত তাগাদা দিয়ে আসছেন।

উপজেলা বিএনপির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার বলেন, জজ মিয়া বিএনপির কর্মী হলেও অন্যায় করতে পারবেন না। বিএনপি অন্যায়কারীদের প্রশ্রয় দেয় না।

জয়নগর ইউনিয়নে প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম রায়হানের ভাষ্য, বিষয়টি তাঁর জানা নেই। যদি মাইকিং করে টাকা চেয়ে থাকেন তাহলে অন্যায় করেছেন। এভাবে টাকা নিতে পারেন না। খোঁজ নিয়ে দেখবেন তিনি।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বাজার কমিটির সভাপতি মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, ‘শুনেছি কামরাব বাজারের ইজারাদার মাইকিং করেছেন দোকানদারদের ইজারার টাকা দেওয়ার জন্য, যা সম্পূর্ণ অন্যায়। বাজারের স্থায়ী, অস্থায়ী দোকানদের কাছ থেকে মাইকিং করে ইজারার টাকা নেওয়া যাবে না। এটা বেআইনি। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’