Image description

ফ্রান্স তাদের বিদেশি ভূখণ্ড ফ্রেঞ্চ গায়ানায় একটি নতুন হাই-সিকিউরিটি কারাগার নির্মাণ করতে যাচ্ছে। দেশটির আইনমন্ত্রী জেরাল্ড ডারমানাঁ জানিয়েছেন, মাদক পাচারকারী ও চরমপন্থিদের আটক রাখতে এই কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার এক সাক্ষাৎকারে ডারমানাঁ বলেন, মাদক সরবরাহ চেইনের প্রতিটি স্তরের সংগঠিত অপরাধ দমনই আমাদের লক্ষ্য। তিনি জানান, ৪০০ মিলিয়ন ইউরো ব্যয়ে কারাগারটি নির্মিত হবে এবং এটি ২০২৮ সালের মধ্যেই চালু হতে পারে।

এই কারাগার নির্মাণ করা হবে আমাজনের গভীর জঙ্গলে, ফ্রেঞ্চ গায়ানার উত্তর-পশ্চিমাঞ্চলের সাঁ-লোঁ-দ্যু-মারনি এলাকায়। ১৮৫২ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত সেখানে প্রায় ৭০ হাজার ফরাসি অপরাধীকে নির্বাসিত করা হয়েছিল।

ডারমানাঁর মতে, কারাগারটি ৫০০ বন্দিকে ধারণ করতে পারবে এবং একটি বিশেষ সুরক্ষিত শাখায় থাকবে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের জন্য পৃথক ব্যবস্থা।

তিনি বলেন, এই কারাগারে থাকবে একটি কঠোর ও নিয়ন্ত্রিত পরিবেশ, যা আমাদের সবচেয়ে প্রভাবশালী মাদকপাচারকারীদের কার্যত অক্ষম করে দেবে।

তিনি আরও বলেন, ফ্রান্সের মূল ভূখণ্ডে থাকা মাদক নেটওয়ার্কের শীর্ষ নেতাদের বিচ্ছিন্ন করতে এবং মাদকপথের শুরুতেই অপরাধীদের আটক রাখতে এই কারাগার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ফ্রেঞ্চ গায়ানা মূল ফ্রান্সের একটি অংশ হওয়ায় সেখানে নাগরিকেরা ফরাসি ভোটাধিকার, সামাজিক নিরাপত্তা ও ভর্তুকি সুবিধা পান। তবে ভৌগোলিক দূরত্বের কারণে এই কারাগারে রাখা বন্দিরা তাদের অপরাধ চক্রের সঙ্গে যোগাযোগ করতে পারবে না বলে দাবি করেছেন ডারমানাঁ।

ফরাসি কর্তৃপক্ষ অনেক দিন ধরেই কারাগারে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে লড়াই করছে। হাজার হাজার ফোন এখনও কারাগারে ছড়িয়ে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।