
ভারতের সাথে সামরিক সংঘাতের পর রাতারাতি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। বর্তমানে তিনি পাকিস্তানে গুগল সার্চে শীর্ষ অনুসন্ধান করা ব্যক্তি হয়ে উঠেছেন।
গত ১২ মে পাকিস্তানে ‘আওরঙ্গজেব’ সম্পর্কে অনুসন্ধানের আগ্রহ ব্যাপকভাবে বাড়তে দেখা গেছে। গুগল ট্রেন্ডস ডেটায় রাত দুইটায় এটির সর্বোচ্চ মান ১০০ দেখিয়েছে। গত সপ্তাহে রেকর্ড গড়া সর্বোচ্চ পয়েন্ট ছিল এটি।
গুগল সার্চে শীর্ষ স্থানে উঠে আসার পর থেকে এই প্রবণতা একই অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। এটাকে পিএএফ মুখপাত্রের প্রতি জনসাধারণের আগ্রহ এবং প্রবল আগ্রহের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
পিএএফ-এর অফিসিয়াল মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী আওরঙ্গজেব আহমেদ মূলত একটি প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে সবার নজর কাড়েন। অমায়িক আচরণ এবং সূক্ষ্ম হাস্যরসের কারণে পাকিস্তানি জনসাধারণ, বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ক্লিপে এয়ার ভাইস মার্শাল বলেন, “আমি গত পরশু যেখান থেকে গিয়েছিলাম, সেখান থেকেই শুরু করব, পিএএফ বনাম আইএএফ, ৬-০,” । অর্থাৎ ভারতের সামরিক হামলার সময় পাকিস্তানের পাল্টা হামলায় পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করার খবরের কথা উল্লেখ করেন তিনি। জানা গেছে, এসবের মধ্যে তিনটি রাফাল জেট, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি যুদ্ধ ড্রোন রয়েছে।
৬ থেকে ৭ মে রাতভর শুরু হওয়া ভারতীয় সামরিক হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সশস্ত্র বাহিনী অপারেশন ‘বুনিয়ানুম মারসু ‘ শুরু করে। ভারতীয় হামলার ফলে পাকিস্তানে নারী, শিশু এবং বয়স্ক সহ অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়।
এদিকে, ভারতে ‘যুদ্ধবিরতির অর্থ’ শব্দটি সর্বাধিক অনুসন্ধান করা হয়; ১ কোটির বেশি বার এটি অনুসন্ধান করা হয়। ‘অপারেশন সিঁদুর’ এবং ‘মক ড্রিল’ অনুসন্ধান করা হয় যথাক্রমে পঞ্চাশ লাখ এবং দশ লাখ বার।
পাকিস্তানে ‘ইসলামাবাদ বিমানবন্দর’ শব্দটি গুগল সার্চে তৃতীয় স্থানে রয়েছে; শব্দটি লক্ষ বার অনুসন্ধান করা হয়েছে। অন্যান্য জনপ্রিয় সার্চের মধ্যে রয়েছে “জেএফ-১৭ থান্ডার”, “ডিজি আইএসপিআর”, “ডাসাল্ট অ্যাভিয়েশন শেয়ার প্রাইচ’’ এবং ভারতীয় পাইলট “শিভাঙ্গি সিংহ”।
রোববার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেন, ১৯৭১ সালের যুদ্ধের পর এবার পিএএফ ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) সর্বোচ্চ সংখ্যক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। এসময় অত্যন্ত সাবলিলভাবে পাকিস্তান সফল প্রত্যাঘাতের চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।
ওই সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল আরও বলেন, পিএএফ এর সব হামলা নিখুঁতভাবে পরিচালিত হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো এড়িয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য এই অভিযানটি ছিল একটি দ্রুত এবং পরিকল্পিত প্রত্যাঘাত। যার লক্ষ্য ছিল শত্রুতা রোধ করা। নেতৃত্বের স্পষ্ট নির্দেশে আমাদের এই অভিযানটি সম্পন্ন হয়েছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন