Image description

পাকিস্তান ইন্ডিয়ার একাধিক অত্যাধুনিক ফাইটার জেট, ড্রোন, এমনকি রাশিয়ার সবচাইতে পাওয়ারফুল S400 এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিয়েছে।
এগুলো মিলিটারি হার্ড ওয়ার, এগুলোর হিসেব পাই পাই করে ডিফেন্স ইন্ডাস্ট্রি নিজেদের স্বার্থেই ভেরিফাই করবে। 
ইন্ডিয়ান মিডিয়া তাদের চিরাচরিত মিথ্যেবাদী রূপে এগুতে গিয়ে পুরা ধরা খেয়েছে। 


পাকিস্তানের মিলিটারি কমান্ড এর কথাবার্তা এবং হার্ড এভিডেন্স সারা পৃথিবীকে কনভিন্স করতে পেরেছে।
একমাত্র ইজ্রায়েল ছাড়া বিশ্বের কোন দেশ ইন্ডিয়ার এক তরফা বয়ান শুরু থেকেই বিশ্বাস করে নাই।


আমেরিকান প্রেসিডেন্ট যুদ্ধের শুরুতেই বলে দিয়েছেন এই যুদ্ধটা "একটা লজ্জাজনক ব্যাপার" ("it's a shame").
ট্রাম্প যখন বুঝতে পেরেছেন ইন্ডিয়া শুধু গোঁয়ার্তুমি করছেনা, তার গোয়াতে পাকিস্তান কিছু ভরে দিয়েছে, তখন দ্রুত জোড় করে যুদ্ধ বিরতি করানো ছাড়া আমেরিকার হাতে ভালো কোন অপশন ছিল না।


নিশ্চিত থাকতে পারেন এইখানে ট্রাম্প না হয়ে অন্য কোন আমেরিকান প্রেসিডেন্ট হলে ইন্ডিয়ার গোঁয়ার্তুমি এবং গোয়া উভয়ই আরো অনেক বেশি জ্বলার পর যুদ্ধ থামতো।

শাফকাত অনীক