Image description

কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের সীমান্ত ঘাঁটিতে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে "যোগ্য প্রতিক্রিয়া" হিসেবে অভিহিত করছেন অনেক ভারতীয় নাগরিক। গণমাধ্যমের সাক্ষাৎকারে এবং বিভিন্ন স্থানে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাচ্ছেন।

একজন ভারতীয় নাগরিক বলেন, "এটা আমার কাছে মনে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানানোর সময়। মোদীজির নেতৃত্বে এবং তাঁর প্রেরণায় এই বড় পদক্ষেপটি নেওয়া সম্ভব হয়েছে। এটা কেবল শুরু। আমরা ৯ টি ঘাঁটি দিয়ে শুরু করেছি, ভবিষ্যতে হয়তো ৯ হাজার হবে। কারণ, ওই দেশটি (পাকিস্তান) সন্ত্রাসের ঘাঁটি, এদের বাঁচার কোনও অধিকার নেই।"

তিনি আরও বলেন, "আমাদের দেশ বিজ্ঞানী তৈরি করে, চাঁদে যায়, মঙ্গলেও পৌঁছে, কিন্তু ওরা ভিক্ষা করে অস্ত্র বানায়, জঙ্গি পয়দা করে। কাশ্মীরের মতো জায়গায় যারা নিরীহ পর্যটকদের ওপর গুলি চালায়, তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো যায় না।"

পাকিস্তানে ভারতীয় বাহিনীর হামলার খবরে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন, "সকালে ঘুম থেকে উঠে এই খবর দেখলাম, এর চেয়ে খুশির খবর আর কিছু হতে পারে না। এই হামলা শুধু জবাব নয়, এটা প্রতিরোধের শক্ত বার্তা।"

স্থানীয় পর্যায়ে অনেক জায়গায় ভারতীয় সেনার পক্ষে স্লোগান দেওয়া, পতাকা উত্তোলন এবং মিছিলের মতো কার্যক্রমও চোখে পড়েছে।

উল্লেখ্য, ভারত সরকারের দাবি অনুযায়ী, কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের হত্যার জবাবে পাকিস্তানের সীমান্ত এলাকায় নয়টি জঙ্গি ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে।

সূত্র:https://youtu.be/t5dP-5bNJls?si=zoOLghrCzWESdSfZ