
তবে এই নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প অনুমোদন করবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের প্রতি একাধিকবার আহ্বান জানানো সত্ত্বেও তিনি সাড়া না দেয়ায় ট্রাম্প হতাশ।রাশিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্যাকেজ চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। এ প্যাকেজে ব্যাংকিং ও জ্বালানি খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রতি মস্কোকে বাধ্য করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের তিন কর্মকর্তা ও একটি ঘনিষ্ঠ সূত্র। খবর রয়টার্স।
প্রস্তাবিত নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রম এবং প্রাকৃতিক সম্পদ ও ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান। তবে কোনো কর্মকর্তা বিস্তারিত তথ্য জানাননি। তবে এই নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প অনুমোদন করবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের প্রতি একাধিকবার আহ্বান জানানো সত্ত্বেও তিনি সাড়া না দেয়ায় ট্রাম্প হতাশ। ফলে নিষেধাজ্ঞা অনুমোদন নিয়ে সংশয় দেখা দিয়েছে।
একটি ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের সমন্বয় করছে। তবে চূড়ান্ত অনুমোদন ট্রাম্পকেই দিতে হবে। দ্বিতীয় এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেন, পুরোটাই ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস হিউইট বলেন, ‘সম্পূর্ণ যুদ্ধবিরতির প্রতি ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। চলমান আলোচনা নিয়ে আমরা মন্তব্য করি না।‘
ট্রাম্প এই নিষেধাজ্ঞা অনুমোদন দিলে তা রাশিয়ার প্রতি তার কঠোর মনোভাবের ইঙ্গিত দিতে পারে। এর আগে তিনি ইউক্রেনের সঙ্গে একটি খনিজসম্পদ চুক্তিতে স্বাক্ষর করে সেটিকে তার শান্তি পরিকল্পনার অংশ হিসেবে প্রচার করেছেন।
২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরুর পর যুক্তরাষ্ট্র ও মিত্ররা একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে। এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কো নানা উপায়ে তা পাশ কাটিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।