
তেল আবিবে দখলকৃত ইয়াফা এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। শনিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে হুতি। খবর আনাদোলু এজেন্সির।আল-মাসিরাহ টিভিতে বক্তৃতায় গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ‘ইয়াফা-টাইপ’ ড্রোন দিয়ে তেল আবিবের একটি ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছেন তারা।তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে। আমাদের বাহিনী নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে যতক্ষণ না হামলা বন্ধ হচ্ছে এবং গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহার করা হচ্ছে।’
সারি বলেছেন, ‘ইয়েমেনের সাদাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহরত একটি মার্কিন জায়ান্ট শার্ক এফ-৩৬০ ড্রোন পৃথক আক্রমণে হুতির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ভূপাতিত করা হয়েছে।’এর আগে দক্ষিণে আরাভা অঞ্চলে পূর্ব দিক থেকে আসা একটি ড্রোনকে বাধা দেয়ার দাবি করে ইসরায়েল।জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পর প্রাথমিকভাবে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করে হুতি। তবে গত মাসে তেল আবিব যুদ্ধবিরতি ভঙ্গ করার পর তারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে আবার হামলা শুরু করে।