
ইসরায়েলের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (৫ এপ্রিল) ইসরায়েল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াশিংটনে এটা নেতানিয়াহুর চতুর্থ সফর। তবে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতাগ্রহণের পর তার সময়কালে এটা নেতানিয়াহুর দ্বিতীয় সফর। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে শুল্ক আরোপের পর বিদেশি কোনো নেতা হিসেবে নেতানিয়াহু প্রথম, যিনি শুল্ক প্রত্যাহারের আশায় ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ওপর ট্রাম্প ১৭ শতাংশ শুল্ক আরোপ করেন। তবে নেতানিয়াহুর অফিস এই সফর সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি। কিন্তু তিনজন ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানান। বর্তমানে ইসরায়েলি প্রধানমন্ত্রী হাঙ্গেরিতে সফর করছেন। ধারণা করা হচ্ছে, সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে শুল্ক প্রত্যাহারের বিষয়ে আলোচনা করবেন।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিয়সের প্রতিবেদনে প্রথম নেতানিয়াহুর সফরের কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সফরে ট্রাম্প ও নেতানিয়াহু গাজা যুদ্ধ এবং ইরানের পারমাণবিক সংকট নিয়ে কথা বলতে পারেন। এক্সিয়সের প্রতিবেদনে এও বলা হয়েছে, ওয়াশিংটনে নেতানিয়াহুর সফরটি পরিবর্তনও হতে পারে। কারণ এই সপ্তাহে দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিতে হবে নেতানিয়াহুর। তবে ইতোমধ্যে তিনি মামলার দিনক্ষণ পরিবর্তনের আবেদন জানিয়েছেন।