
ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ‘জিডিআই’-এর প্রধান আব্দুল হক ওয়াসিফের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিখ্যাত দায়ী ড. জাকির নায়েক। তাদের এই বৈঠক নিয়ে এখন এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। কেননা, হঠাৎ করে অনুষ্ঠিত এই বৈঠক কবে, কোথায়, কী কারণে হলো তা কেউ জানেনা। এজন্য এ বৈঠক নিয়ে নিয়ে রহস্য দানা বাঁধছে।
শুক্রবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ওয়াসিফের সঙ্গে একটি ছবি পোস্ট করেন নায়েক।
ক্যাপশনে শুধু উল্লেখ করেন, আফগান গোয়েন্দা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে, বৈঠকের স্থান ও সময় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গভীর সংকটে পাকিস্তান, মধ্যস্থতাকারী কি জাকির নায়েক?
বহু জাতিগোষ্ঠীর দেশ পাকিস্তান বর্তমানে চরম অস্থিরতার মধ্যে রয়েছে। উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) লাগাতার হামলায় বিপর্যস্ত ইসলামাবাদ। সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
ঠিক এই সময়েই, গত ৭ মার্চ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজের সঙ্গে বৈঠক করেন জাকির নায়েক! এখন, আফগান গোয়েন্দা প্রধানের সঙ্গে তার হঠাৎ বৈঠক কি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের কোনো প্রচেষ্টা? নাকি আরও গভীর কিছু?
বিশ্লেষকরা মনে করছেন, তিনি হয়তো পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন!
বিশ্লেষকদের মতে, আফগান গোয়েন্দা প্রধানের সঙ্গে নায়েকের এই বৈঠক নিছকই বন্ধুসুলভ সৌজন্য সাক্ষাৎ নয়। এতে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যু নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে। বিশেষ করে, তালেবান ও পাকিস্তানি সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পটভূমিতে এই বৈঠক নতুন সমীকরণ তৈরি করতে পারে।
তবে বিষয়টি নিয়ে পাকিস্তান ও আফগানিস্তান কেউ কোনো মন্তব্য করেনি। ফলে এই বৈঠক ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
সূত্র: রেসন্যান্ট নিউজ ও হুরিয়াত রেডিও