
দেশের ২৭১টি উপজেলার প্রাথমিক শিক্ষকদের একই জেলার ভেতর বদলির আবেদন শুরু হয়েছে।মঙ্গলবার থেকে অনলাইনে এসব উপজেলার সহকারী শিক্ষকদের বদলির আবেদন নেওয়া শুরু হয়, যা চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন জানান, বিধি অনুযায়ী- কোনো উপজেলায় মোট শিক্ষকের ১০ শতাংশ অন্য উপজেলা থেকে বদলি হয়ে আসতে পারেন। ২১৬টি উপজেলা বা থানায় ইতোমধ্যে ১০ শতাংশের বেশি শিক্ষক বদলি হয়ে এসেছেন।তাই ২১৬টি উপজেলার শিক্ষকদের আন্তঃউপজেলা বদলির আওতার বাইরে রেখে বাকি ২৭১ উপজেলায় বদলির কার্যক্রম শুরু হয়েছে।
অধিদপ্তর জানায়, ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে তাদের বদলির আদেশ জারি হবে। তবে কবে এ আদেশ জারি হবে তা নির্দিষ্ট করে জানায়নি অধিদপ্তর।
অধিদপ্তরের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, ২৯ মার্চের মধ্যে সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করতে হবে প্রধান শিক্ষকদের।৩০ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তারা বদলির আবেদন যাচাই করার সুযোগ পাবেন। ৮ থেকে ১১ এপ্রিল শিক্ষকদের বদলির আবেদন থাকবে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের হাতে।১২ থেকে ১৫ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই ও অনুমোদন করবেন।
আবেদনের ক্ষেত্রে সহকারী শিক্ষকদের কিছু শর্ত দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।সেগুলোর মধ্যে রয়েছে- শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন।বদলির আদেশ জারি হলে তা বাতিল করার কোনো আবেদন গ্রহণ করা হবে না।যাচাইকারী কর্মকর্তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৩ সালের ১০ অক্টোবর জারি করা 'সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩' অনুসরণ করবেন। যাচাই করে পাঠানোর পর পুনর্বিবেচনার আবেদন করা যাবে না।