Image description

বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালায় সংশোধনী এসেছে। এই সংশোধনীর মাধ্যমে উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক কলেজের সিনিয়র প্রভাষক পদ বিলুপ্ত করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক পরিপত্রের জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ।

নীতিমালা সংশোধনের পরিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০২১ সালের মার্চে জারি করা নীতিমালায় উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক কলেজের সিনিয়র প্রভাষক পদ সৃষ্টি করা হলেও সংশোধনীতে তা বিলুপ্ত করা হয়েছে।

এক্ষেত্রে আগের মতোই সহকারী অধ্যাপক পদে প্রভাষকদের পদোন্নতির সুযোগ দেওয়া হয়েছে।

এর মাধ্যমে সাড়ে ৪ বছর পর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক কলেজের  প্রভাষকরা সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ার সুযোগ পেলেন।

উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক কলেজের সহকারী অধ্যাপক পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সাড়ে চার বছর আগে সৃষ্ট জ্যেষ্ঠ প্রভাষকের মতোই রাখা হয়েছে।

নীতিমালা সংশোধনের পরিপত্রে বলা হয়েছে, শুধুমাত্র উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক কলেজের এমপিওভুক্ত প্রভাষকরা আট বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে প্যাটার্নভুক্ত প্রভাষক ও সহকারী অধ্যাপক মোট পদের ৫০ শতাংশ বিভিন্ন সূচকেব ১০০ নম্বরের মূল্যায়নের ভিত্তিতে সহকারী অধ্যাপক পদের পদোন্নতি পাবেন।

অন্যান্য প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। সহকারী অধ্যাপক পদের বেতন জ্যেষ্ঠ প্রভাষকের মতই গ্রেড-৬ এ হবে।