Image description
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিগারেট নিয়ে নীতিগত বৈপরীত্য দেখা দিয়েছে । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের ওয়েবসাইটে খাবারের মেনুতেই সিগারেট অন্তর্ভুক্ত থাকলেও আবাসিক হলে ধূমপানকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।
 
সম্প্রতি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রশাসন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধের কথা জানায়। এতে বলা হয়, “হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যেকোনো প্রকার মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে। এর আগে একই রকম পদক্ষেপ নিয়েছিল স্যসর এএফ রহমান হল কর্তৃপক্ষ।” 
 
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিদিনের খাবারের মেনুতে সিগারেটের নাম ও দাম প্রদর্শিত হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন তুলেছে— একদিকে হলে নিষেধাজ্ঞা, অন্যদিকে ক্লাবে বৈধতা কেন?
 
এ বিষয়ে ক্লাবের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন বলেন, “আমরা সিগারেট খুচরা বিক্রি করি না। প্যাকেট রাখি, স্যাররা পুরো প্যাকেটই নিয়ে যান।” ক্লাবে ধূমপান হয় কিনা— এমন প্রশ্নে তিনি আরও বলেন, “না, এখানে ধূমপান সেভাবে হয় না; খুবই রেয়ার, আরকি।”
 
সমালোচনা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। যদিও তবে শিক্ষার্থীরা বলছেন, একই প্রতিষ্ঠানের দুই ভিন্ন জায়গায় দুই রকম নিয়ম কার্যকর করা বিশ্ববিদ্যালয়ের নীতিগত অসামঞ্জস্যকে স্পষ্ট করে তুলেছে।
 
এ বিষয়ে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া মেলেনি।