নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের নবঘোষিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা।
সোমবার (২৭ অক্টোবর) কমিটি ঘোষণার পর নোবিপ্রবি ছাত্রশিবির তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানায়।
যৌথ বার্তায় নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান সৈকত বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখার নবগঠিত (আংশিক) কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, নতুন নেতৃত্ব দেশ, জাতি ও ছাত্রসমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।
অভিনন্দন বার্তায় আরও বলা হয়, আল্লাহ তায়ালা নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ন্যায়ের পথে অবিচল থেকে আদর্শিক নেতৃত্ব প্রদানের তাওফিক দান করুন।
উল্লেখ্য, ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৎস্য বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব।