Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাডেমিক এক্সিলেন্স ক্যাটাগরিতে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বিষয়টি তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান।

ফেসবুকে মাজহারুল ইসলাম লেখেন, আলহামদুলিল্লাহ। এক্সিলেন্স ক্যাটাগরিতে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছি। দিস ইজ ওয়ান অব দ্যা মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস অব মাই স্টুডেন্ট লাইফ।

তিনি আরও বলেন, একটা সময় ডিনস অ্যাওয়ার্ডের প্রতি ফ্যাসিনেশন কাজ করত। আজ সর্বোচ্চ ক্যাটাগরিতে তা পাচ্ছি। দোয়া চাই।

এর আগে, গত ৯ অক্টোবর প্রকাশিত ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

প্রসঙ্গত, এর আগে মাজহারুল ইসলাম অনার্সে প্রথম স্থানসহ গোল্ড মেডেল অর্জন করেন। তাছাড়া, মাস্টার্স প্রথম সেমিস্টারে তিনি ফোর আউট অব ফোর সিজিপিএ অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।