Image description

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ইনুর আইনজীবীকে প্রিভিলেজ কমিউনিকেশনের (আসামির সঙ্গে কথা বলা) সুযোগ দেয়া হয়েছে।

এদিন ইনুর আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালে বলেন, ‘এই মামলায় সর্বমোট ১৭’শ পৃষ্ঠার অভিযোগপত্র পড়তে ও প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য তিনি ৮ সপ্তাহ সময় আবেদন করেন। পরে আসামির সঙ্গে ৩ দিন ২ ঘণ্টা করে কথা বলার অনুমতি দেন ট্রাইব্যুনাল। এছাড়াও অভিযোগ গঠনের শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।’

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এছাড়া মানবতাবিরোধী অপরাধের আরেক অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনকে ২৩ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে।