
জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন করছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ সমমনা সাত দল।
অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত এ মানববন্ধন করছে দলগুলো।
দলগুলোর মধ্যে রয়েছে—খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।
দাবিগুলোর মধ্যে রয়েছে-জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, লেভেল-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, পিআর পদ্ধতি চালু, শাপলা গণহত্যার বিচার, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ইত্যাদি।
মঙ্গলবার ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আয়োজিত মানববন্ধনে কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
এতে বক্তব্য দেন—দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, যুগ্মমহাসচিব আশরাফুল আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মুফতি দেলোয়ার হোসেন সাকী, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, টালবাহানা করে কোনো লাভ হবে না। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করা হবে।